জুড়ীতে বন্যার্তদের মাঝে একেএইচ ট্রাস্টের ত্রাণ বিতরণ


প্রকাশের সময় : জুন ২৩, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ / ২৩৩
জুড়ীতে বন্যার্তদের মাঝে একেএইচ ট্রাস্টের ত্রাণ বিতরণ

কামরান হোসেনঃ



যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন একেএইচ ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ীতে শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে জুড়ী ভবানীগঞ্জ বাজারে বন্যা দুর্গতদের মাঝে চাল, তেল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়েছে।

ট্রাস্টের ফাউন্ডার ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেনের অর্থায়নে এবং ট্রাস্টের স্বেচ্ছাসেবকদের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন‌ ট্রাস্টের উপদেষ্টা মো. ফখর উদ্দিন।

একেএইচ ট্রাস্টের ম্যানেজার ও এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ মহসিন মুহিন । তিনি এই দুর্যোগপূর্ণ সময়ে সকল বিদ্যমানদের বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং বন্যার্তদের দুর্ভোগ থেকে
মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন একেএইচ ট্রাস্টের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক কাজী আমজাদ হোসেন, সুপ্রিয়া সূত্রধর ঐশী, খোকন দে, মিঠুন দাশ, মৃদুল ঘোষ, মাজহার আলম সম্রাট, সন্দিপনা রায় শ্রাবণী, হিরো‌ চৌধুরী, নিঝুম চৌধুরী, মাছুম আহমেদ, ছাত্রনেতা শাহাবুদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এ বি এম নূরুল হক, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী প্রমুখ।