প্রতিনিধি: কামরান হোসেন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উদীয়মান সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফাউন্ডেশন জুড়ী এর পক্ষ থেকে আজ ৫জুন বৃহস্পতিবার গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলায় বন্যা দুর্গত গরীব ও অসহায়দের মাঝে বন্যা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে বিশেষ ও আর্থিক ভাবে সহযোগিতা করেন হেল্প ফাউন্ডেশন জুড়ী এর উপদেষ্টা ও পর্তুগাল প্রবাসী জনাব মাহবুব হাসান সাচ্চু, হেল্প ফাউন্ডেশন জুড়ী এর প্রধান পরিচালক ও মাদার টেলিকম প্লাস এর স্বত্বাধিকারী জনাব মাসুম দেলোয়ার এবং হেল্প ফাউন্ডেশন জুড়ীর পরিচালক ও রফিক’স কুলাউড়া এর প্রতিষ্ঠাতা রফিক সুমন।
এসময় হেল্প ফাউন্ডেশন জুড়ী এর পরিচালক আব্দুল আজিম শাওন, প্রজেক্ট অফিসার সাংবাদিক কামরান হোসেন, ইভেন্ট ম্যানেজার তারেক মাসুম, ট্রেজারার আশফাক হোসাইন, সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন ও সদস্য হুসাম উদ্দিনের উপস্থিতিতে কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এছাড়াও ত্রান ও ঈদ সামগ্রীগুলো মানুষের বাড়ি বাড়ি নিয়ে পৌছে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রধান পরিচালক মাসুম দেলোয়ার বলেন, আগামীতে আরো বড় পরিসরে পুরো উপজেলায় এরকম কার্যক্রম সম্পাদন করবো,এবং আমাদের সংগঠন সবসময় নিরলসভাবে সামাজিক ও মানবিক কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :