তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে।
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা টাইগার ওপেনার তামিম ইকবাল এই ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরতে পারেন। দীর্ঘদিন দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারও ফিরতে পারেন একাদশে।
এদিকে, ম্যাচের আগের দিন আজ বুধবার সকাল থেকে অপেক্ষা করলেও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি লিটন দাসের দল। ফলে কোনো রকমের প্রস্তুতি ছাড়াই মাঠে নামবেন তারা। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনের।
ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ৩৮বার। যেখানে বাংলাদেশের জয় ১০টি, আর নিউজিল্যান্ডের জয় ২৮ ম্যাচে। এর মধ্যে ২০১০ ও ২০১৩ সালে দেশের মাটিতে ওয়ানডেতে দুইবার কিউইদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :