প্রতিনিধি: কামরান হোসেন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানের ১৩ নং লাইনে ফজলু মিয়া নামের এক কৃষকের সূর্যমুখী ফুল কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ত’রা।
গতকাল রাতের আধারে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় কৃষক ফজলু মিয়া এক বিঘা জমির সূর্যমুখী গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
দিনরাত পরিশ্রম করে সূর্যমুখী ক্ষেতের পরিচর্যা করে ভালো ফলন পাওয়ার স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে তার।
সরেজমিনে গিয়া দেখা যায়,সূর্যমুখী ক্ষেতের এক পাশেই মাথায় হাত দিয়ে বসে আছেন ওই কৃষক ফজলু মিয়া। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন,উপজেলা থেকে দেওয়া বীজ রোপন করে আমি দীর্ঘদিন থেকে হাড়ভাঙা পরিশ্রম করে সূর্যমুখী ফুলগুলো এতো বড়ো করেছি। এখন ফসল পরিপক্ব হওয়ার সময় এসেছে। কিন্তু গতকাল রাতে কে বা কারা এক নিমিষেই আমার সবকিছু শেষ করে দিয়েছে।
ফজলু মিয়ার ছেলে রুবেল বলেন,আমরা সন্দেহ করছি যে আমাদের ফসল কেটে নষ্ট করেছে বাগানের গোলাপ ভর। কেননা তার সাথে কয়েকদিন আগেই আমাদের দন্দ হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরেই এমন কাজ করেছে সে।
আপনার মতামত লিখুন :