বাণিজ্যে বিলিয়ন ডলার ক্লাবে এখন দেশের আট শিল্প গ্রুপ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৩, ৮:০৫ পূর্বাহ্ণ / ১০৯
বাণিজ্যে বিলিয়ন ডলার ক্লাবে এখন দেশের আট শিল্প গ্রুপ

অর্থনীতিতে নানামুখী সংকট চলছে। ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানিতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। সংকটের এ সময়ও আমদানি-রপ্তানিতে লেনদেনের হিসাবে এখন দেশে বিলিয়ন বা শতকোটি ডলারের শিল্পগোষ্ঠীর সংখ্যা আটটিতে উন্নীত হয়েছে।

বিলিয়ন ডলার ক্লাবে জায়গা নেওয়া আট শিল্প গ্রুপ হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই, সিটি, আবুল খায়ের, বসুন্ধরা, এস আলম, টি কে, প্রাণ ও স্কয়ার গ্রুপ। বিলিয়ন ডলার শিল্প গ্রুপগুলোর কেউ আমদানি প্রতিস্থাপক শিল্পে নেতৃত্ব দিচ্ছে। কেউ রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে।

কাঁচামাল আমদানি কমে যাওয়ায় বিলিয়ন ডলার ক্লাব থেকে ছিটকে পড়েছে বিএসআরএম গ্রুপ। গত ২০২২-২৩ অর্থবছরে তারা ৯২ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, এক বছর আগে যা ছিল ১৩৭ কোটি ডলার। আবার রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বিলিয়ন ডলার ক্লাবের খুব কাছাকাছি পৌঁছে গেছে পোশাক খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। আমদানি-রপ্তানি মিলিয়ে তাদের লেনদেন ৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। আবার দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ উত্তরাধিকারদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ায় গ্রুপটির আর বিলিয়ন ডলার ক্লাবে জায়গা হয়নি। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিতে সংকট দেখা না দিলে বিলিয়ন ডলার ক্লাবে জায়গা করে নেওয়া শিল্প গ্রুপের সংখ্যা আরও বাড়ত।