নিজস্ব :প্রতিবেদন
মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী ইসলামিক এসোসিয়েশনের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৬ রামাদ্বান বৃহস্পতিবার (২৭ মার্চ) এই সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী ইসলামিক এসোসিয়েশন ফুলতলার কোষাধ্যক্ষ হাজী মো: আলাউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি আবদুল্লাহ্ মো: জাবের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী উপজেলা জামায়াতের অন্যতম শুরা ও কর্ম পরিষদ সদস্য মোস্তাকিম আলী, ফুলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গফুর সেলিম, ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো: ফরিদ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, সাগরনাল আলিম মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন সেলিম, ফুলতলা বশির উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ফুলতলা যুব বিভাগের সভাপতি আব্দুল মুমিন, সেক্রেটারি রফিকুল ইসলাম, ফুলতলা বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শায়খুল ইসলাম সাদী, ফুলতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা পেশাজীবি বিভাগের সভাপতি সবুজ মিয়া, ফুলতলা উলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল হাকিম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক গণমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রবাসী ইসলামিক এসোসিয়েশনের দায়িত্বশীল ও শুভাকাঙ্খীরা।
আপনার মতামত লিখুন :