শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান সেলু


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ৫:৩৪ পূর্বাহ্ণ / ৯৪৮
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান সেলু

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু। এক শুভেচ্ছা বার্তায় ফুলতলা ইউনিয়ন তথা সমগ্র দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। আব্দুল আলীম সেলু শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বিদ্যমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নিজেদের মতো করে স্বাধীনভাবে পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।