রেপটর টিভি ডেস্কঃ
পবিত্র মাহে রামাদ্বানের আগমন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার পক্ষ হতে স্বাগত মিছিল দেওয়া হয়। ১১ মার্চ (সোমবার) বাদ আসর এই স্বাগত মিছিল বের হয়।
স্বাগত মিছিল জুড়ী আদী মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুড়ী ক্যাম্প চত্বরে এসে পথসভা ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস শহীদ, শহর আল-ইসলাহ’র সভাপতি মাহবুব হোসাইন আয়াজসহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী শহর আল-ইসলাহ’র সাধারণ এম এ মাকসুদ জুনেদ, দায়িত্বশীল ফয়জুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা’র সুপার মাওঃ জামাদুল ইসলাম, উপজেলা তালামীযের সহ সভাপতি বেলাল আহমেদ, হাঃ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান ইমন, সম্পাদক আব্দুল মুমিত, ফুলতলা ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক শাওন আহমেদ, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাঃ এবাদুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :