‘খাদিজা জান্নাত সুলতানা’


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ / ১৫৫৬
‘খাদিজা জান্নাত সুলতানা’

ফয়জুর রহমান শামীমঃ

খাদিজা জান্নাত সুলতানা

বাবা আমি চলে গেছি অনেক অনেক দূরে,
ইচ্ছে করে দেখতে বাবা তোমায় বারে বারে।

পারবো না আসতে ফিরে বাবা তোমার কোলে,
মায়ের সাথে হবে না আর খুনসুটি নিরবে।

যার আঘাতে ছাড়তে হলো পৃথিবী আমায়,
সে কি পাবে শাস্তি বাবা বলোনা আমায়?

তোমায় ছেড়ে থাকবো বাবা একা অন্ধকারে,
মা কে বলো ভালো আছে তার আদরের মেয়ে।

মনে পড়ে যদি বাবা দেখতে আমায় চাও,
মা কে নিয়ে ঐ আকাশের চাঁদের দিকে চাও।

তোমার মেয়ে থাকতে বাবা সবার অন্তরে,
বিচার যদি না হয় বাবা হবে হাশরে।

কে করবে বিচার বাবা বিবেক ঘুমিয়ে গেছে,
হঠাৎ একদিন শুনবে বাবা বিচার হয়ে গেছে!

লেখকঃ ফয়জুর রহমান শামীম

চেয়ারম্যান, রেপটর টিভি।

প্রেক্ষাপটঃ গত ১৪ জানুয়ারি ২০২৪ খ্রি. রোজ রবিবার সপ্তম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক মাইক্রোবাসের ধাক্কায় না ফেরার দেশে চলে যায় খাদিজা জান্নাত সুলতানা। এসময় নবম শ্রেণির ছাত্রী কুলসুমা আক্তারও মারাত্মক আহত হয়। এঘটনায় নিহত খাদিজার বাবা বাদী হয়ে গাড়ির মালিক, চালক ও চালকের সহকারীকে আসামি করে মামলা করেছেন। এই মামলার আসামীরা এখনও পলাতক।