ফুলতলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৪, ৩:১৫ অপরাহ্ণ / ১৪
ফুলতলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত


হোসাইন রুমেল, জুড়ী, মৌলভীবাজার


“জেগেছে যুব গড়বে দেশ স্বপ্নের সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফুলতলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল মুনিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মছব্বির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য মোস্তাকিম আলী, ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ফুলতলা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম সুহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেকুর রহমানসহ প্রমুখ।