নিজস্ব : প্রতিবেদন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলায় Anood al mulla ট্রাস্টের পক্ষ থেকে মসজিদের ইমামগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ট্রাস্টের সভাপতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ফয়জুর রহমান শামীমের অর্থায়নে ঈদ উপহার বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুলতলা ইউনিয়নের ২২ টি মসজিদের ইমামগণকে সম্মানিত করার উদ্দেশ্যে এই প্রজেক্ট সম্পন্ন হয়। ২ ধাপে মোট ২২ টি মসজিদের ইমাম সাহেবগণকে ঈদ উপহার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ জন ও দ্বিতীয় ধাপে ১২ জনকে সম্মানিত করা হয়।
তারা হলেন, পূর্ব বটুলী জামে মসজিদ, রাঘনা বটুলী জামে মসজিদ, মধ্য বটুলী জামে মসজিদ, পশ্চিম বটুলী জামে মসজিদ, পুরানবাড়ি জামে মসজিদ, বিরইনতলা জামে মসজিদ, ফুলতলা বস্তি জামে মসজিদ, বাবুল আহমেদ বাবুল জামে মসজিদ, মধ্য কোনাগাঁও জামে মসজিদ, ফুলতলা চা বাগান জামে মসজিদ, উস্তার হাজী জামে মসজিদ, ফুলতলা বাজার জামে মসজিদ, কোনাগাঁও টিল্লা জামে মসজিদ, বিরইনতলা পাঞ্জেগানা মসজিদ, পূর্ব কোনাগাঁও (কাটাউনি) জামে মসজিদ, দঃ সাগরনাল জামে মসজিদ, পশ্চিম কোনাগাঁও জামে মসজিদ, পূর্ব বটুলী (মহাজন বাড়ি) পাঞ্জেগানা মসজিদ, শাহ নিমাত্রা (রহঃ) মাজার মসজিদ, ফুলতলা হাই স্কুল মসজিদ, ফুলতলা বস্তি (টাওয়ার) জামে মসজিদ ও ধলাই হাওর জামে মসজিদ। এছাড়াও ৪ টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আনোদ আল মোল্লা ট্রাস্টের সভাপতি ফয়জুর রহমান শামীম বলেন, “অনেক সামাজিক সংগঠন সমাজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সম্মানিত ইমামগনকে নিয়ে কাজ খুব একটা চোখে পড়ে না। আমরা উনাদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখি। আগামীতেও ইনশা আল্লাহ ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কাজ করবে এই ট্রাস্ট। তাছাড়া আমরা সময়ে সময়ে সাধ্যমতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করি।”
আপনার মতামত লিখুন :