জুড়ীতে ইদ সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক বাছিত


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ / ৭১
জুড়ীতে ইদ সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক বাছিত

জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিতের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

০৯ এপ্রিল (মঙ্গলবার) বাদ আসর আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সাংবাদিক আব্দুল বাছিতের ব্যবসায় প্রতিষ্ঠান এস এস ট্রেডিং এ  সুবিধাবঞ্চিত ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসএস ট্রেডিং এর স্বত্বাধিকারী ও সাংবাদিক আব্দুল বাছিতের  সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন  জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, অর্থ সম্পাদক আদনান চৌধুরী, সাংবাদিক হাবিবুর রহমান, কামরান আহমদ, সোয়াইবুর রহমান, আল শাহরিয়ার ইমনসহ প্রমুখ।

সুবিধাবঞ্চিত ১০০ টি পরিবারের খাদ্য সামগ্রীতে রয়েছে প্রতি প্যাকেটে ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ লিটার সয়াবিন তেল, ০১ কেজি চিনি, ০১ প্যাকেট সেমাই। এছাড়াও তিনি খাদ্য সামগ্রীর সাথে নগদ অর্থ প্রদান করেন। 

আব্দুল বাছিত  জানান, “উপজেলার হতদরিদ্র মানুষের কল্যাণে আগামীতেও  সকলের সহযোগিতায় এ ধরনের জনকল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে।”