জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা অনুষ্ঠিত।


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ণ / ৩২
জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা অনুষ্ঠিত।

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি



মৌলভীবাজারের জুড়ীতে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হয়েছে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাড়ে দুইশয়ের অধিক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষা মনোমুগ্ধকর পরিবেশে অংশগ্রহণ নেয়।

এ আয়োজনের উদ্যােক্তা ছিলেন জুড়ীর বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম আব্দুল আজিম মাস্টারের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসিত মামুন তাঁর পিতার স্মরণে ২০১৬ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন।’


মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ঢাকা শেরে বাংলা নগর থানা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা: আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, নায়েবে আমীর মো: আজিম উদ্দিন, জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাহমুদ হোসাইন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, পূর্ব জুড়ী ইউনিয়ের চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বৃত্তি প্রকল্পের পরিক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমেদ রুলন, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু, বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা আব্দুল মুহিত ফয়ছল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছইফ উদ্দিন বলেন, পরীক্ষার ফলাফল শ্রীঘ্রই প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘জুড়ীর শত শত শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি দেওয়া হচ্ছে। নতুন মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির আওতায় নিয়ে আসার জন্য প্রতিবছরই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।’


মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম বলেন, ‘এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রকৃত মেধাবীরাই এ বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মেধাবীদের সহযোগিতার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’