জুড়ীর ফুলতলা ইউনিয়নে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ / ৪০
জুড়ীর ফুলতলা ইউনিয়নে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

হোসাইন রুমেল

সাংগঠনিক গতিশীলতা ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ফুলতলা ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড কোনাগাঁও এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় ফুলতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার গফুর মনি এর সঞ্চালনায় ফুলতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের সদস্য আব্দুল আলীম সেবুল, আব্দুল কুদ্দুস।

এতে বক্তব্য রাখেন, ফুলতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভির চৌধুরী তাপস, সাবেক সাধারণ সম্পাদক তজমুল আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিবুর রহমান, যুবদল নেতা ফখর উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে হাসমত আলীকে সভাপতি ও ইসলাম উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং উজ্জ্বল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদল ফুলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা গঠন করা হয়।