আহসান আহমেদ হাসান, মাত্র ২২ বছরের টগবগে তরুণ, বাবার একমাত্র সন্তান, মা আর মাটির বুকে ভালোই যাচ্ছিল দিন। উন্নত জীবন আর জীবিকার তাগিদে স্টুডেন্ট ভিসায় দুই বছর আগে পাড়ি জমিয়েছিলো বৃটেনে। সোনালী স্বপ্নে বিভোর যুবকটি ছুঁতে চেয়েছিলো সফলতার দিগন্তকে-!! পাউন্ডের খচখচে নোট আয় করে দেশ ও প্রবাসে বাড়ি গাড়ি অট্টালিকার মালিক হবে-!! সময়ের ব্যবধানে হয়তো সেটা হয়েও যেতো, কিন্তু স্নিগ্ধ সুন্দর সত্য মৃত্যুকে জানতো মৃত্যুর সাথে আলিঙ্গন করে আলমে আরওয়ায় চলে যাবে তার রুহ!
তরুণ যুবক কিংবা বার্ধক্য !! মৃত্যু নামক বাস্তবতার কি কোন সময়সীমা থাকে? এই হাসানের বেলায় মাউত সেটাই জানান দিয়েছে আমাদের ! ১৭ নভেম্বর দিনের কর্মব্যস্ততা শেষে পরের দিনের কর্ম পরিকল্পনা তৈরি করেছিলো সে-!! আদমের পরিকল্পনার কি কোন স্বকীয়তা আছে? আরশে আজীমের মালিকের পরিকল্পনাই তো চুড়ান্ত এবং সবচেয়ে উত্তম !! সেই রাত ঘুমের মধ্যে মৃত্যু হাসানকে ঘিরে ধরেছিল। সে পালাতে পারেনি-!! কেউ পারেনা! মৃ*ত্যু থেকে পালানোর সাধ্য কারো নাই-!! বনি আদমের দীর্ঘ তালিকা থেকে সেই রাত খসে পড়েছিলো সিলেটের ওসমানী নগরের উছমানপুর ইউনিয়নের রাঙাপুরের রমজান আলীর হিরোর ঠুকরো একমাত্র সন্তান হাসানের জীবন!
চৌদ্দ দিন পর ইউকে থেকে ১পহেলা ডিসেম্বর রোববার হতভাগিনী মায়ের কোলে ফিরে হাসান! হা সাদা কাফনে মোড়ানো কফিন বক্সে লা😭শ হয়ে ফিরে হাসান🤲 তার মায়ের গগনবিদারী আর্তনাদ বাবার আহাজারি আর স্বজনদের কান্না আমি দেখিনি! তবে কিছুটা অনুমান করতে পারি, নিশ্চয়ই তাদের বিলাপে আকাশ বাকাস ভারী হয়েছে! নিজ গ্রামে জানাজা শেষে হাজারো মানুষ তাদের চোখের কান্নায় চির বিদায় দিয়েছেন হাসানকে। স্বজন ও এলাকাবাসীর অশ্রুসিক্ত বিদায়ে তাকে সমাহিত করা হয়েছে নিরব নিস্তব্ধ সাড়ে তিনহাত মাঠির কবরে😭 আজ থেকে সে মরহুম হাসান-!! রাঙাপুর ময়নাবাজার মাদারবাজার তাজপুর কিংবা সিলেট নগরীতে বন্ধু স্বজন ও পরিবারের সাথে বিচরণ করবে না সে! তবে সাথী সতীর্থ স্বজন ও এলাকার মানুষের হৃদয়ে অনেক দিন বিচরণ করবে, এটা আমার বিশ্বাস-!!
মহান রাব্বে কারীম হাসানের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন, অনন্তকালের জান্নাতে একটি ঘর বানিয়ে দিন, তার পিতা মাতা স্বজনদের ছবরে জামিল দান করুন, আমীন🤲🤲
এমন জীবন আপনি করবেন গঠন যাতে মরার সময় পড়তে পারেন “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” আর আপনি মরার পর মানুষ আপনার জন্য দু’আ করেন।
আল্লাহ উনার জিবনের সব গোনা মাফ করেদিন, হে আল্লাহ আপনি উনাকে এবং সবাইকে জান্নাতুল ফিরদাউস বেহেস্ত দান করুন, দোয়া করি আল্লাহ উনার পরিবারের সবাইকে ছবুর দান করুন, আমিন
সুত্র : সিলেটি অনলাইন।
আপনার মতামত লিখুন :