জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ / ৩০৯
জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খালিদ হাসান ও বুরহান উদ্দিনের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলার কন্টিনালা, বেলাগাও, নয়াগ্রাম, পশ্চিম বাছিরপুর, উত্তর জাঙ্গীরাই, ইউসুফনগর, ভবানীপুর, জুড়ীরপার এবং মোকামটিলা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য ছিল একটি ফুডপ্যাক, শিশুখাদ্য এবং প্রয়োজনীয় কাপড়।

এ সময় জুড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. তারেক মিয়া, মো. আব্দুল্লাহ, লুৎফুর রহমান, সাইদুল ইসলাম হৃদয়, মুহিবুর রহমান, জাহিদুল ইসলাম, সাকিফ আব্দুল্লাহ, আব্দুর রহমান মাছুম, হাবিবুর রহমান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।