জুড়ীতে ‘কালবেলা’র বর্ষপূর্তি উদযাপন


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ / ২২৩
জুড়ীতে ‘কালবেলা’র বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ‘আঁধার পেরিয়ে’ স্লোগান নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) রাত ৯ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাকক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।

দৈনিক কালবেলার জুড়ী উপজেলা প্রতিনিধি আদনান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক আবুল হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক জনবাণী প্রতিনিধি মোঃ হোসাইন রুমেল, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সোহান চৌধুরী, আব্দুল্লাহ শহিদ জাবের প্রমুখ।