কামরান আহমদ, জুড়ী
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কৃতি সন্তান মামুনুর রশিদ মামুন। একসময় জনপ্রিয় ম্যাজিশিয়ান ছিলেন তিনি। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যেতো মামুন মাহিনের চমৎকার সব ম্যাজিক। দেশের গন্ডি পেরিয়ে তিনি বিদেশে গিয়েও দেখাতেন ম্যাজিক। রাতারাতি দেশ বিদেশ উভয় স্থানেই জনপ্রিয়তা লাভ করে নেন মামুনুর রশিদ মামুন।
কিন্তু গেল কয়েক বছর থেকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। দীর্ঘদিন থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে নিউজ 24 এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন তিনি। এমনকি সময় টিভিতেও একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তিনি। নিজ উপজেলায় একজন জনপ্রিয় স্মার্ট সাংবাদিক হিসেবে পরিচিত লাভ করেছেন তিনি ।
গত কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে সংক্ষিপ্ত সফরে দেশে ফিরেছিলেন তিনি।
সংক্ষিপ্ত সফর শেষ করে আজ ১১ই অক্টোবর আবারো পাড়ি জমাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে।
মামুন মাহিনের প্রবাস গমন উপলক্ষ্যে গতকাল ১০ই অক্টোবর সন্ধায় জুড়ী আধুনিক হাসপাতালের অফিস কক্ষে জুড়ী রিপোর্টার্স ইউনিটি ও রেপটর টিভির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন মাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল রানা, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, সিলেট ডায়রী প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক জনবাণি প্রতিনিধি হোসাইন রুমেল, রেপটর টিভির কামরান আহমদ, রেপটর টিভির হাসান আহমদ ও রেপটর টিভির তুহিন আহমদ।
আপনার মতামত লিখুন :