জুড়ীতে এইচএসসির ফলাফলে ধস, আলিমে চমক


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ / ৩২৯
জুড়ীতে এইচএসসির ফলাফলে ধস, আলিমে চমক

দেলাওয়ার হোসেনঃ

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন এবং আলিম পরীক্ষায় ৩ জন। উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে ১৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০৩ জন। উপজেলায় গড় পাসের হার ৫৯.৬৫ % । এইচএসসিতে ফলাফলের শীর্ষে রয়েছে শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ। এ কলেজের পাসের হার ৮১.৩১%।  আলিমে ফলাফলের শীর্ষে রয়েছে হযরত শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসা। এ মাদ্রাসার পাসের হার ৯৭.৯১%।

জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ থেকে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৮১.৩১%। 

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৬০.০২%। 

হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৫০.২৪%। 

শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৩০.৭৬%। 

এদিকে উপজেলায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৩ টি মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছে ১৬১ জন। আলিমে পাস করেছে ১৫১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। আলিমে গড় পাসের হার ৯৩.০৮%। 


উপজেলায় হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৭ জন। পাসের হার ৯৭.৯১%।

নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৯৪.৬৪%।

সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫১ জন। জিপিএ ৫.০০ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৯.৪৭%।