ফুলতলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ / ২৩৩
ফুলতলায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রেপটর টিভি ডেস্কঃ



মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টায় ইউনিয়ন সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই উবায়েদ আহমদ, ডাকটিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হোসেন, রাজকী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম, রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিক্ষক পরেশ বিশ্বাস, সহকারী শিক্ষক বিদ্যাসাগর কুর্মী, ইউপি সচিব আব্দুল মজিদ, ইউপি সদস্য আব্দুল জলিল, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যায়লের শিক্ষক মাহবুবুর রহমান আদেল, স্থানীয় গণমাধ্যমকর্মী দেলাওয়ার হোসেন, শাহ নিমাত্রা (রহঃ) মাজার মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম খামিছ, সিনএজি শ্রমিক ইউনিয়ন ফুলতলার সাধারণ সম্পাদক ইমরান নাজির সিজিলসহ প্রমুখ।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তারা মাদক, চোরাচালান, চুরি-ডাকাতি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন।