রেপটর টিভি ডেস্কঃ
মৌলভীবাজারের জুড়ীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঢেউটিন বিতরন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন তিনি।
জানা যায়, গতকাল রোববার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ফুলতলা ইউনিয়নের ১৫টি পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে। অনেকের ঘরের চাল উড়ে যায়। সোমবার ক্ষতিগ্রস্থ এসব এলাকা পরিদর্শন করে ১৫টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন বিতরন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজী, যুবলীগ নেতা আব্দুল মালিক, পিয়াল হাসান প্রমুখ।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতরের ৩/৪ দিন আগে প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। অনেকেরই টিনের চালা উড়ে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিত্তবানদের উচিত তাদের দিকে হাত বাড়িয়ে দেয়া।’
আপনার মতামত লিখুন :