খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্টিত


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৪, ২:০৩ অপরাহ্ণ / ১৫৯
খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্টিত

জুড়ী প্রতিনিধি : কামরান হোসেন

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং কোটা ও স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বাদ জুম্মা জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন এর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।

আয়োজক বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিনের সার্বিক পরিচালনায় এবং জাঙ্গিরাই গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী সুদন মিয়ার সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাঙ্গিরাই গ্রামের বিশিষ্ট মুরব্বি ক্বারি মোঃ আব্দুর রাশিদ, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সহ-সভাপতি এমএ মোহাইমিন শামীম, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, পশ্চিমজুড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ফাতির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মকদ্দছ আলী, সৌদিআরব প্রবাসী নজরুল ইসলাম, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ডাঃ মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, আফতাব আলী, খোরশেদ আলম, জালাল উদ্দিন, নাহিদুল ইসলাম রতন, হাবিবুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সদস্য সচিব দেলওয়ার হোসেন, ব্যবসায়ী আলামিন মিয়া, ছাত্র প্রতিনিধি তারেক রহমান, মোঃ সাইদুল ইসলাম হৃদয়, আফজাল হোসেন, এমদাদুল বারি রাফি, লুৎফুর রহমান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমেদ।