সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে জুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ / ২১০
সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে জুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন

জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম জুড়ী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

ইউনিয়ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল,সহ: সেক্রেটারী মাও: লোকমান হোসাইন ও আব্দুল্লাহ আল মামুন।

অনান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত নেতা নজরুল ইসলাম, আকমল হোসেন, সাজিদ মাহমুদ প্রমুখ।