জুড়ীতে জামায়াতের প্রীতি সমাবেশ


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ / ১৭৫
জুড়ীতে জামায়াতের প্রীতি সমাবেশ



জুড়ী প্রতিনিধি:

ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যেদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জুড়ী উপজেলা শাখা।

জুড়ী উপজেলা জামায়াতের আমীর হাফেজ নাজমুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, জামায়াত নেতা নজরুল ইসলাম প্রমুখ।