বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি নেতা নাসির উদ্দিন মিঠু মুক্তি পেয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে তিনি ঢাকাস্থ বাসায় ফিরেন।
বিশিষ্ট শিল্পপতি, মৌলভীবাজার – ১ (জুড়ী – বড়লেখা) আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী নাসির উদ্দিন মিঠুকে গত ২৬ জুলাই রাতে তাঁর ঢাকার বাসা আটক করে ডিবি পুলিশ। পরে তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে পরদিন মঙ্গলবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে জামিনে মুক্তি পান নাসির উদ্দিন মিঠু।
জামিনের পর এক প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী পরিবারের প্রিয় মূখ, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন মিঠু জানান, খুনি হাসিনার দুঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্র জনতার এই বিজয় যেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। মনে হচ্ছে আমরা আবার স্বাধীন হলাম। এই আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের অভিনন্দন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
নাসির উদ্দিন মিঠু দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান। দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের আক্রোশ, প্রতিশোধ ও সংঘাত পরিহার করে দেশের স্বার্থে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান এই বিএনপি নেতা।
আপনার মতামত লিখুন :